দুষ্টচক্রের কবলে তৃণমূলের জনগণ
- মাহমুদুল হক আনসারী
- ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০, আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ২৩:১৩
জনগণকে প্রশাসনিক সেবা দিতে রাষ্ট্রীয় সবগুলো সেবা খাত তৃণমূলের নাগালে নিয়ে যেতে সক্ষম হয়েছে সরকার। এসব সেবা সংস্থা দেশের উপজেলা থেকে গ্রাম ও ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে জনগণের মধ্যে সেবা দিচ্ছে। সেবা সংস্থাগুলোর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বন্ধু। দেশের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া কোনো শান্তিপ্রিয় মানুষ স্বস্তি পেতে পারে না। সেই সাথে ইউনিয়ন পরিষদের ভূমিকা স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি স্থানীয় সরকারের একটি অংশ। এখানে গ্রাম মহল্লা ইউনিয়নের ছোটখাটো সমস্যার সমাধান ইউপি চেয়ারম্যান করে থাকেন। এ নিয়ে ভালো-মন্দ নানা কথা চালু থাকলেও দু-একজন চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র ও সদস্য অনেকে নিজেদের এলাকার জনগণকে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন এলাকার মতো চট্টগ্রামের কয়েকটি এলাকায় ইউপি সদস্য ও পৌরসভার কাউন্সিলরদের মাধ্যমে স্থানীয় অনেক মানুষ নানাভাবে অত্যাচারের শিকারও হয়ে থাকেন। এসব জনপ্রতিনিধির অনিয়ম ও জুলুমের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আইনশৃঙ্খলা ও স্থানীয় প্রশাসন থেকে সহযোগিতা মানুষজন খুব একটা পান না বলে অভিযোগ রয়েছে। ফলে স্থানীয় সরকারের সর্বনি¤œ স্তরের এসব প্রতিনিধি আরো বেপরোয়া হচ্ছেন।
দেশের সর্বত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, বিশেষ করে পুলিশের সাথে সখ্য গড়ে তোলেন ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী। তারা নানাভাবে দলীয় প্রভাব খাটিয়ে সুযোগ সুবিধা বাগিয়ে নেন। রাজধানীসহ সারা দেশে এসব নেতাকর্মীর তৎপরতা চোখে পড়ার মতো। উদাহরণ হিসেবে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শাসকদলের নাম ভাঙিয়ে থানার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে দীর্ঘদিন ধরে সুবিধা নিচ্ছেন বলে দু-একজন নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শন করে মিথ্যা মামলা ও অভিযোগ তৈরি করে হয়রানি করছেন। সরকারের বিভিন্ন উন্নয়ন তহবিলের অর্থ নানাভাবে কৌশলে আত্মসাৎ করছেন। অপকর্মের প্রতিবাদ করলে তাকে মামলায় জড়ানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সাথে যোগাযোগ রেখে এসব অপকর্ম দীর্ঘ সময় ধরে করছেন তারা। নিরীহ মানুষজন তাদের দাবি করা অর্থ দিতে না পারলেই হয়রানির শিকার হচ্ছেন। হ
[email protected]
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা