ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ছেড়ে দেয়া হয়েছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ জুলাই ২০২৪, ১৩:১৮, আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১৩:২৬
গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে নিয়ে যায় ইউনিফর্ম ছাড়া একদল ব্যক্তি। রাত সাড়ে ১০টার দিকে তাকে আবার বাসার কাছাকাছি পৌঁছে দেয়া হয়।
মোল্লা বিবিসি বাংলাকে বলেন, ‘আমি নামাজ পড়ছিলাম, এরমধ্যে সাত থেকে আটজন আমাকে ঘিরে ফেলে এবং বলে যে এখনই তাদের সাথে যেতে হবে। তাদের কারো কোনো ইউনিফর্ম ছিল না, জানতে চাইলে কেউ পরিচয়ও বলেনি। পরে তারা আমাকে এক প্রকার জোর করেই কালো কাঁচে ঘেরা একটি গাড়িতে তুলে নিয়ে যায়।’
কিছুদূর যাওয়ার পর তার চোখ বেঁধে দেয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। পরে চোখ খুলে দেয়ার পর দেখেন তিনি একটি কক্ষে বসা এবং তাকে জানানো হয় তিনি র্যাব-৩ -এর কার্যালয়ে আছেন।
এ সময় কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা কী, সহিংসতায় তার কোনো সম্পৃক্ততা আছে কি না এমন নানা বিষয়ে প্রশ্ন করা হয় বলে জানান তিনি।
পুরো সময় ভীষণে আতঙ্কিত থাকার কথা জানিয়ে বিন ইয়ামিন বলেন, ‘অনেক কথাই আছে বলতে পারছি না। এখন যা পরিস্থিতি, আমাকে আবার হয়তো তুলে নিতে পারে, গুম করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। কারো কিছু বলার নেই।’
সূত্র : বিবিসি