২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরিস্থিতি বুঝে কারফিউ প্রত্যাহার

- ছবি : বিবিসি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতময় অবস্থার কারণে ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার৷ শুক্রবারের পর কারফিউ তুলে নেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছে সরকার৷

তুলে নেয়া হতে পারে কারফিউ
শুক্রবার কী হয়, তা পর্যবেক্ষণ করবে সরকার৷ ওই দিন ঢাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ‘হাইপ্রোফাইল' বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে কারফিউ তুলে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার৷

গত শুক্রবার অর্থাৎ ১৯ জুলাই জুমার নামাজের পর ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা৷ প্রাপ্ত তথ্য অনুসারে, এই সংঘর্ষে কেবল ঢাকাতেই ৫৫ জন নিহত হন৷ এ ছাড়া, দেশের বিভিন্ন জেলায় নিহত হন আরো ১১ জন৷ আওয়ামী লীগ নেতারা মনে করছেন, আগামীকাল সহিংসতার ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে দলটির নেতা-কর্মীরা সতর্ক থাকবে বলে দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে৷

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি৷

খুলে দেয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধাবারের বৈঠকে সারা দেশের জেলা প্রশাসকদের তৈরি করা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে৷ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা ছাড়া সব জেলায় পরিস্থিতি সন্তোষজনক বলে মত দেন বৈঠকে অংশগ্রহণকারীরা৷

অন্যান্য জেলায় শুক্রবারের পরিস্থিতি মূল্যায়ন করার পরে প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে৷

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বলেন,‘আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে চাই৷ কারণ, নতুন পাঠ্যক্রমের জন্য তাদের শ্রেণীকক্ষে উপস্থিতি থাকা প্রয়োজন৷ চারটি জেলা ছাড়া বাকি সব জায়গায় আমরা স্কুল খুলে দেয়ার বিষয়টি বিবেচনা করছি৷ আর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবো৷'

ব্যাপক সংঘর্ষের মধ্যে গত ১৬ জুলাই থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার৷ শিক্ষা বোর্ডগুলো ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে৷

আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড৷ বৃহস্পতি শিক্ষা মন্ত্রণালয় ফের জানিয়েছে, ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে৷

বুধবার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো চালুর জন্য অনুকূল নয়৷ তিনি জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করাই এখন অগ্রাধিকার পাবে৷

আন্দোলনকারীদের নামে আরো ১১ মামলা
কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় আরো ১১টি মামলা হয়েছে৷ এর মধ্যে ৯টি মামলার বাদি পুলিশ৷ দুটি মামলা ছাত্রলীগের দুই নেতা৷ এসব মামলা ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে হয়েছে৷

শাহবাগ থানায় করা মামলাগুলোর কাগজপত্রের তথ্য অনুযায়ী, একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আকতার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে৷ আকতার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক৷ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৭ জুলাই গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

এই কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়৷ এই সংঘর্ষের আগেই আকতারকে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে মামলাটি হয় ১৮ জুলাই। এ মামলায় নাম উল্লেখ করা একমাত্র আসামি তিনি৷ অন্য আসামিদের নাম উল্লেখ করা হয়নি৷ মামলার এজাহারে বলা হয়,‘অজ্ঞাতনামা বহুসংখ্যক কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থনে আন্দোলনকারীরা৷'

পুলিশের করা ৯টি মামলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, তার জানামতে কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করে মামলা হয়নি৷ আইন অনুযায়ী, মামলাগুলো তদন্ত করে আইনভঙ্গকারীদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হবে৷

বিএনপির নীলনকশা আগেই প্রস্তুত ছিল : কাদের
কোটা সংস্কার আন্দোলন চলাকালে কোথায় কে হামলা চালাবে—বিএনপি সেই নীলনকশা আগেই প্রস্তুত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন৷

বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে মন্তব্য করে কাদের বলেন,‘(কোটা সংস্কার আন্দোলন চলাকালে) এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে; কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে সব কিছু আগেভাগে নীলনকশা প্রস্তুত ছিল৷'

তিনি বলেন,‘মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারো উসকানি দিচ্ছেন৷ কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন৷'

দেশবাসীকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন,‘গুজব একটি সন্ত্রাস৷ মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে৷ কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে৷'

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল