২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোটা আন্দোলন : পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে

কোটা আন্দোলন : পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে - সংগৃহীত

বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েক দিনের সংঘাতময় পরিস্থিতির পর বুধবার থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

তিন দিনের সাধারণ ছুটির পর আজ বুধবার থেকে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম।

আজ ঢাকাসহ চার জেলায় সাত ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

সেই সাথে বুধবার সকাল ১১টা থেকে চার ঘণ্টার জন্য সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে। এছাড়া গতকাল দিনের বেলাতেই বিভিন্ন রুটে সীমিত পরিসরে চলতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন।

মঙ্গলবার রাত থেকে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু করা হয়েছে।

আজ থেকে খোলা থাকবে পোশাক কারখানাগুলোও।

এছাড়া মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। যানবাহন বেড়েছে ঢাকার সড়কে। সীমিত পরিসরে খুলছে দেশের বানিজ্যিক ব্যাংকগুলো।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির সদস্যদের টহল রয়েছে।

কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই থেকে সারাদেশে তীব্র আন্দোলন শুরু হয়, যা একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায়

এ পর্যন্ত বাংলাদেশ অন্তত দেড় শ’ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement