২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরপুরের লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া

মিরপুরের লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া - প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের দারুসসালামে মেডিক্যাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের ধাওয়া দিয়েছে ‘জয় বাংলা’ স্লোগানধারীরা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ডেলটা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের পাশের সড়ক অবরোধ করে এবং কোটা সংস্কারের পক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় ডেলটা মেডিক্যাল থেকে আনুমানিক আড়াই শ’ মিটার দূরে বাংলা কলেজের সামনে থেকে একটি দল লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের দিকে ধেয়ে যায়।

এমন অবস্থায় মেডিক্যাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে আশ্রয় নেয় এবং মূল গেট বন্ধ করে দেয়া হয়। বাইরে থেকে লাঠিসোটা হাতে নিয়ে আসা তরুণরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে এবং কলেজ গেট বরাবর ইট পাটকেল, ডাবের খোল নিক্ষেপ করে।

যারা ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেছে তাদেরও ধাওয়া দেয়া হয়।

আশপাশে পুলিশ অবস্থান নিলেও এই বিশৃঙ্খল পরিস্থিতি নিবৃত্ত করতে তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।

এদিকে আরেকটি গ্রুপ মিরপুর এক নম্বর চত্বরে ক্ষমতাসীনদের পক্ষে স্লোগান দিয়ে ওই স্থানটির নিয়ন্ত্রণ নেয়।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement