০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মিয়ানমারে ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও

-

মিয়ানমারে হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভূমিকম্পটি রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উত্তর-পশ্চিম মিয়ানমারের সাগাইন অঞ্চলের মাউলাইক জেলায় দুপুর ২টা ৪৪ মিনিটে ৫৯ সেকেন্ডে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

এদিকে, বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশে অনুভূত হওয়া এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫।

বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪২ কিলোমিটার দূরে।

এর আগে গত ২৯ মে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।


আরো সংবাদ



premium cement