উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মার্চ ২০২৪, ০৩:১৫, আপডেট: ১২ মার্চ ২০২৪, ০৪:২৩
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের বাজারের পাশে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
সোমবার (১১ মার্চ) রাত ২টা ৫ মিনিটে দিকে এ আগুন লাগে। তবে তার আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ২টা ৫ মিনিটে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে কাঁচাবাজারে আগুন লাগে। এখানে মুদি, ফার্নিচারসহ লেপ-তোশকের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা