পরিবার নিয়ে ইতালি ফেরা হলো না মোবারকের, সকলেই নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মার্চ ২০২৪, ১১:০৪
রাজধানীর বেইলি রোডের আগুন নিহত হয়েছেন ইতালিপ্রবাসী মোবারক। আগামী সপ্তাহেই পরিবার পাঁচ সদস্য নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের সকলেই।
শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান নিহতের স্বজন মোস্তাফিজুর রহমান শাহীন।
মোবারক ছাড়া পরিবারের অন্য সদস্যরা হলেন স্ত্রী স্বপ্না আক্তার, মেয়ে সৈয়দা তুজ জোহরা (১৯), আমিনা আক্তার (১৩) ও ছেলে আবদুল্লাহ (৮)।
মোবারকের আত্মীয় শাহীন গণমাধ্যমকে বলেন, কাউসার দীর্ঘ দিন ধরে ইতালিতে থাকতেন। এক মাস আগে দেশে এসেছিলেন পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। সপ্তাহ খানেক পরেই ওনাদের ইতালি চলে যাওয়ার কথা। এর আগে সপরিবারে এসেছিলেন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করতে। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের এই স্বজন বলেন, তিন দিন আগেই পরিবারের ভিসা মিলেছে। সেই উপলক্ষ্যে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে-দেয়ে একটু আনন্দ করতে এসেছিলেন।
মোবারকের স্ত্রী স্বপ্না আক্তারের খালাতো বোন আয়েশা আক্তার বলেন, ঢাকা মেডিক্যালের মর্গে চারজন এবং বার্ন হাসপাতালে একজনের লাশ রয়েছে। সবাইকে তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে দাফন করা হবে। ঢাকার মধুবাগে তাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় ১১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে। এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে সহায়তা করেছে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এনএসআই, বিজিবি ও র্যাব।