বেইলি রোগের আগুনে ভিকরুন্নিসার শিক্ষিকা নিহত
- নয়া দিগন্ত প্রতিবেদক
- ০১ মার্চ ২০২৪, ১০:১৬, আপডেট: ০১ মার্চ ২০২৪, ১০:৩৭
রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষীকা শাহনাজ পারভীন নিহত হয়েছেন।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষীকা ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফাতুল ইসলাম নামের এক যুবকের সাথে কথা হয়। তিনি নিহত শাহনাজ পারভীনের লাশ শনাক্ত করেন।
যুবক উপস্থিত সাংবাদিকদের জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণিতে পড়ে। তার বোন শিক্ষিকা ম্যাডামকে চিনতে পেরেছে। শাহনাজ পারভীন তাদের ইংরেজি বিষয়ের শিক্ষীকা। তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে আছে। তার স্বজনরা খবর পেয়ে হাসপাতালে আসছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩ ইউনিট। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহতের তথ্য পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।
লাশের কাগজপত্র যাছাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।