এক ঘণ্টা পর মেট্রোরেলের চলাচল স্বাভাবিক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭
প্রযুক্তিগত ত্রুটির কারণে সোয়া এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল ছেড়ে যাচ্ছে।
স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেয়ায় দুপুর ২টা ৩৮ মিনিট থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
উল্লেখ্য, বিভিন্ন কারণে বেশ ক’বার মেট্রোরেল বন্ধ হয়ে যায়, যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ নভেম্বর থেকে উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়।