নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ : গ্রেফতার আরো ৩
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ মে ২০২২, ১১:২১
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ মে) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, শরীয়তপুর ও কক্সবাজার থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার তিনজনের নাম-পরিচয় জানায়নি র্যাব।
তবে সংস্থাটি বলছে, গ্রেফতার তিনজনের মধ্যে একজন হত্যায় জড়িত। অপর দু’জন সংঘর্ষের সূচনার জন্য দায়ী।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
রমজান মাস চলাকালে গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে শুরু হয়ে ব্যাপক আকার ধারণ করে সংঘর্ষটি।
দ্বিতীয় দিন ১৯ এপ্রিল দিনভর ঢাকা কলেজের ছাত্রদের সাথে নিউমার্কেট এলাকার বিভিন্ন বিপণিবিতানের দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ চলে।
সংঘর্ষে গুরুতর আহত হয়ে দু’জন মারা যান। তাদের একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন। অপরজন নিউ সুপারমার্কেটের দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
সংঘর্ষের এ ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। মোট আসামির সংখ্যা ১ হাজার ৭২৪। এর মধ্যে হত্যা মামলা দুটি। এদুটির তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। অন্য তিনটি মামলা তদন্ত করছে নিউমার্কেট থানার পুলিশ।
নাহিদকে হত্যার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে ডিবি। তারা হলেন মো: আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো: ফয়সাল ইসলাম ও মো: জুনাইদ বোগদাদী।
এই পাঁচজনই ঢাকা কলেজের ছাত্র বলে জানিয়েছে ডিবি। সংঘর্ষের সময় তারা ধারালো অস্ত্র নিয়ে সামনের সারিতে ছিলেন।
ঢাকা কলেজের একাধিক সূত্র থেকে জানা গেছে, এই পাঁচজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা