২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৮৯ জনের প্রাণহানি

মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৮৯ জনের প্রাণহানি -

সারাদেশে মার্চে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫৮৯ জন নিহত এবং ৬৪৭ জন আহত হয়েছেন যা ফেব্রুয়ারির তুলনায় ১৩ দশমিক ৪৩ শতাংশ বেশি। এছাড়া এ সময়ে পাঁচটি নৌ-দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ১১টি ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিরাপদ সড়কের জন্য প্রচারণা চালানো সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) সোমবার চলতি বছরে বাংলাদেশের সড়কে দুর্ঘটনা নিয়ে নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার দুর্ঘটনার খবরের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে প্রতিদিন গড়ে ১৯ জন নিহত হয়েছেন যেখানে ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১৬ দশমিক ৭৫।

এছাড়া গত মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনা হয় যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৪২ শতাংশ।

আরএসএফের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৫০ শতাংশ।

প্রায় ৭৩ জন চালক ও তাদের সহকারী সড়ক দুর্ঘটনায় মারা যান, যা মোট মৃত্যুর ১২ দশমিক ৩৯ শতাংশ।

আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় মহাসড়কে ১৬৭টি, আঞ্চলিক মহাসড়কে ১৭৯টি, গ্রামীণ সড়কে ৬৮টি, শহরের রাস্তায় ৩৯টি ও অন্যান্য স্থানে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম সিলেট বিভাগে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল