২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

রিয়াজউদ্দিন আহমেদ - ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দি ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ (৭৬) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তার ভাই কর্ণেল (অব.) জয়নুল আবেদীন।

করোনাক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত এ সিনিয়র সাংবাদিক। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। তবে অবস্থার অবনতি ঘটলে ১৬ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।

জামায়াতের শোক
বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব রিয়াজ উদ্দিন আহমেদের ইন্তেকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, রিয়াজ উদ্দিন আহমেদ একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সারাদেশের সাংবাদকিদের প্রতিষ্ঠান বিএফইউজের সভাপতি ছিলেন। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকতার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য।

শোকবাণীতে তিনি আরো বলেন, তার মৃত্যুতে জাতি একজন পেশাদার সাংবাদিককে হারাল। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

ডা. জাফুরুল্লাহ্ চৌধুরীর শোক
একশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক , ফিনানন্সিয়াল হেরাল্ড সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফুরুল্লাহ্ চৌধুরী।

শোক বার্তায় ডা. জাফুরুল্লাহ্ চৌধুরী বলেন, ‘রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন স্বচ্ছ ও সাহসী সাংবাদিকতার শেষ বাতিঘর, সৎ নিরপেক্ষ, বস্তনিষ্ঠ, সাংবাদিকতার পথ প্রদর্শক। সাংবাদিকতায় নেতৃত্বে তার অবদান, দেশপ্রেম, সততা এবং পেশাগত নিষ্ঠাকে সবাই ধারণ করলেই মরহুম রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।

শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আরো সংবাদ



premium cement