২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে বাসচাপায় একজন নিহত

-

রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে সড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক ডিস ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতের নাম শফিকুল ইসলাম (৩৪)। তিনি গুলশানের নদ্দা এলাকার মো: আব্দুস সামাদের ছেলে। পুলিশ দায়ী বাসটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে গুলশান নতুনবাজার বিশ্বরোড সড়কের কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে তিনি মারা যান।

শনিবার ডিএমপির গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শফিকুলের চাচাতো ভাই ফারুক ইসলামের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান কোকাকোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান শফিকুল। এ সময় নতুনবাজার বিশ্বরোড সড়কে দ্রুতগতিতে ছুটে আসা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে রাতেই পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যায়। নিহত শফিকুল ইসলাম ডিসের ব্যবসা করতেন।

শনিবার ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য সরকার বলেন, এ ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী বাসটি পুলিশ জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement