পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণ, হেলে পড়েছে ভবন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:০৯
ঢাকার নাজিরা বাজারে গ্যাস বিস্ফোরণের জের ধরে একটি পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। বিস্ফোরণ থেকে আগুনও লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার পর বিস্ফোরণের সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভেতর থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রথমে ভবনটির নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ভবনের অংশ বিশেষ ধসে পড়ে। জমাকৃত গ্যাস বিস্ফোরণে মাধ্যমে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা