মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ নভেম্বর ২০২১, ১১:২৫, আপডেট: ২৪ নভেম্বর ২০২১, ১১:২৭
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল ৯টার পরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন তারা। এসময় শ্রমিকরা পোশাক কারখানায় ভাঙচুর চালায় বলে খবর পাওয়া গেছে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সড়কে অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা