তাজউদ্দীন আহমদের ছোট ভাই আফছার উদ্দিন মারা গেছেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২১, ১৩:৩২, আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ১৪:৩৬
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার রাতে ঢাকায় নিজ বাসায় তিনি মারা গেছেন।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গ্রামের জানাজায় অংশ নেবেন।
এর আগে ঢাকা জজ আদালত প্রাঙ্গণে আজ সকাল সাড়ে ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক, আইনজীবীরাসহ রাজনৈতিক নেতারাও অংশ নেন।
আফসার উদ্দিন আহমদ ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে মাত্র ছয় মাস পর ১৯৯৭ সালে পদত্যাগ করেন (২৩ জুন ১৯৯৬-১৯৯৭)।
আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মা মেহেরুননেসা খান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা