বনানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, ২ গৃহকর্মীর মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ আগস্ট ২০২১, ১৪:৩১
রাজধানীর বনানীতে একটি ১০তলা আবাসিক ভবনের চারতলায় লাগা আগুনে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মীম (১৭) ও স্বপ্না (১৬)।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের প্রচণ্ড ধোঁয়ায় দু’জন মারা গেছেন।
ওসি নুরে আজম বলেন, রোববার (২২ আগস্ট) রাতে বনানী ৩ নাম্বার রোডের ৭৯ নম্বর ১০তলা একটা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের চারতলার একটি বাসা থেকে দুই গৃহকর্মীকে তারা আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চারতলার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে ওই দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।