বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ আগস্ট ২০২১, ১৫:৪৫
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি ৭৯ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হাসানকে কমিটির প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
কমিটির অন্য সদস্যরা হলেন নিয়াজ আহমেদ (উপ-সহকারী পরিচালক), শহিদুল ইসলাম (পরিদর্শক), মাহমুদুল হাসান (সিনিয়র এসও)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার একটি সাততলা ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি ক্রেস্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা