২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ২৭০ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ২৭০ জন -

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন।
এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ২৪০ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৯৩ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ২৫১ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৯৮২ জন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement