২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০৪ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০৪ ডেঙ্গু রোগী -

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী ১৯৪ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছেন দশজন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৯৯৭ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী ৯৫৮ জন এবং অন্যন্য বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী চার হাজার ৩১৯ জন। একই সময়ে মোট ছাড়প্রাপ্ত রোগী তিন হাজার ৩১২ জন।

এছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাঠিয়েছে। আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং কোন মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

এদিকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে ‘ডাবল ব্লো : ডেঙ্গু আউটব্রেক ইন কোভিড ক্রাইসিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, করোনা মহামারীর এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একই রোগী করোনাভাইরাস ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ওই রোগীর জটিলতা বেশি থাকে, মৃত্যু ঝুঁকিও বেশি। এই অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেজন্য জনগণকে আরো সচেতনতার পাশাপাশি ডেঙ্গু জ্বরের কারণ এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement