বিমানবন্দরে ৫০ গজ দূরত্বে ২ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার-লরি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২১, ১২:০৫
রাজধানীর বিমানবন্দর সড়কে মাত্র ৫০ গজ দূরত্বে আলাদা দু’টি দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। এতে দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার ও একটি লরি। শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানবন্দর সড়কে একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা পাথরবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় বাসটিকে। এ সময় লরির সামনের অংশ ভেঙে আটকা পড়ে চালক ও হেলপার। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত লরি থেকে তাদের উদ্ধারে। বিশেষ যন্ত্রের সাহায্যে লরির সামনের অংশ কেটে বের করা হয় হেলপারকে। ফয়ার সার্ভিসের সদস্যরাই আহতদের নিয়ে যান হাসপাতালে।
একই সড়কে ৫০ গজ সামনে এর ঘণ্টাখানেক আগে বেশ কয়েকটি রেসিং কারের একটির ধাক্কায় আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। চালক অবশ্য অক্ষত ছিলেন।
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারচালক জানান, পেছন থেকে কয়েকটি রেসিং কারের মধ্যে একটি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, বেপোরায় গতির কারণে বিমানবন্দর সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাত যত গভীর হয়, নগরীর সড়কগুলোতে ততই নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে যানবাহনগুলো। দাপিয়ে বেড়ায় এক সড়ক থেকে অন্য সড়কে। বিশেষ করে ধনীর দুলালের রেসিং কারের উৎপাত সড়কগুলোকে পরিণত করেছে মৃত্যুফাঁদে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা