২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুরান ঢাকার আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

পুরান ঢাকার আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি - ছবি - সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসন ভবনে অগ্নিকান্ডের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সদর দফতরের ডিডি নূর হাসানকে প্রধান করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএডি বজলুর রশিদকে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দু’জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর রয়েছেন। এই তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য,আরমানিটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসন ভবনে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এপর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘন্টার চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা

সকল