২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজপথে মৃত্যুর হানা : ২ কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে নিহত ৮

রাজপথে মৃত্যুর হানা : ২ কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন স্থানে নিহত ৮ - ফাইল ছবি

শরীয়তপুরে দুই কলেজ শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। নিহত অন্যান্যদের মধ্যে রয়েছেন শ্রমিক, ব্যবসায়ী, মোটরসাইকেল আরোহী।

এ ছাড়া এসব ঘটনায় গুরুতর আহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শরীয়তপুর সংবাদদাতা জানান, মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন, জেলার নড়িয়া উপজেলার রাজনগর কাজী কান্দি গ্রামের মাস্টার দোলোয়ার শিকদারের ছেলে বায়েজিদ (১৫) ও সুলাইমান আকনের ছেলে অভি আকন (১৫)। তারা একই উপজেলার নশাসন ডিগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, বায়েজিদ ও অভি প্রতিবেশী ও একই বিদ্যালয়ে সহপাঠী। শুক্রবার ইফতারের পরে মোটরসাইকেল নিয়ে তারা উপজেলা শহরে যায়। পরে বাড়ি ফেরার পথে রাজনগর বেইলি ব্রিজের আকন বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন। আহত অভিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

সাতক্ষীরা ও তালা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় দুই পিকআপের সংঘর্ষে দুই ইটভাটা শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বাক্কারের ছেলে মুন্না (২৫) ও একই এলাকার মৃত বসার গাজীর জামাতা শফিকুল ইসলাম (৩৪)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি পিকআপে করে ২০ থেকে ২২ জন ইটভাটা শ্রমিক শরিয়তপুর এলাকার ইটভাটা থেকে কাজ শেষে গ্রামর বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে ফিরছিল। পথে তালার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইটভাটা শ্রমিকদের বহনকারি পিকআপটি রাস্তার উপর উল্টে যায়। এ সময় মুন্না ও শফিকুল ঘটনাস্থলেই নিহত হন।

আমতলী ও তালতলী (বরগুনা) সংবাদদাতা জানান, অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালক কামাল বয়াতি (৩০) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তালতলী উপজেলার করমজাপাড়া গ্রামের মুরগি ব্যবসায়ী কামাল বয়াতি শুক্রবার রাতে শানুর বাজার থেকে অটোরিকশাতে মুরগি নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে আমতলী-কলাপাড়া সড়কের রসুলপুর নামক স্থানে অটোরিকশার ব্রেক ফেঁসে যায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ব্যবসায়ী অটোচালক কামাল নিহত হন। একই সময় তার ফুফাতো ভাই রাজু (২২) গুরুতর আহত হন।

বগুড়া অফিস জানায়, বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহীনুর রহমান (২৫) নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। গত শুক্রবার সন্ধ্যার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি মোকামতলা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মোটরসাইকেলের যাত্রী হারিজ (২৪) গুরুতর আহত হয়েছেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, এক দিনের ব্যবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে আক্তার মোল্লা (৪৫) নামের আরো একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার মোল্লা পাঙ্গাসী গ্রামের আলমাছ আলী মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক বৃদ্ধার কবর খুঁড়তে আক্তার ভ্যানযোগে গ্রামের উদ্দেশে বের হন। রাত সাড়ে ৭টায় শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কের ফরিদপাঙ্গাসী গ্রামে বাড়ির কাছে পৌঁছালে তাকে বহনকারী ভ্যানটিকে বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যান চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

লামা (বান্দরবান) সংবাদদাতা জানান, লামায় উন্নয়ন কাজে বালু সরবরাহের একটি পিকআপ উল্টে মানিক (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো চারজন। শনিবার বিকেলে উপজেলার গজালিয়া-লামা সড়কের নাপিতের ঝিরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক গজালিয়া ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার শাহ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া বাজার এলাকার একটি উন্নয়ন কাজের বালু পরিবহন শেষে পিকআপ গাড়িটি শনিবার বিকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের নাপিতের ঝিরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চার শ্রমিকসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শ্রমিক মানিককে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

সকল