২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রিক্সা পর্যন্ত চলছে না কাঁচপুর-সাইন বোর্ড রাস্তায়

অগ্নিদগ্ধ একটি বাস - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইন বোর্ড অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, এমনকি একটা রিক্সাও চলছে না সড়কটির ওই এলাকায়। দিনভর উত্তেজনার পর রোববার সন্ধ্যা থেকে পুরোপুরিভাবে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এসময় এই এলাকাটির কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চোখে পড়েনি। অবশ্য রাস্তায় বহুসংখ্যক শার্ট প্যান্ট পরা যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এক জায়গায় দেখা যায়, কয়েকজন যুবক পোড়া একটি মাইক্রোবাস ভেঙে নিয়ে যাচ্ছে। এসময় পুরো রাস্তাটাতিতে যুবকরা কাউকে ছবি তুলতে দিচ্ছিল না। আর সাংবাদিক পরিচয় পেলেই ক্ষিপ্ত হচ্ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা এই প্রতিবেদককে বলেন, 'আজ দুপুর বেলা পর্যন্ত যখন হুজুররা মাঠে ছিল, তখন ৬-৭ টি গাড়ি পোড়ানো হয়। তবে একটু আগে সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত আমি হেঁটে দেখে এলাম বিকেল তিনটার পর থেকে আরো অনেক গাড়িতে আগুন দেয়া হয়েছে।

সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত গাড়িতে অগ্নিদগ্ধ স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই কেন- জানতে চাইলে সিদ্দিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান (পিপিএম) নয়া দিগন্তকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদিন ডিউটি পালন করে খুব ক্লান্ত। তাই রাতের বেলায় আমরা বিশ্রামে আছে।'

গাড়িতে আগুন দেয়ার ঘটনায় কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে মামলা হবে।


আরো সংবাদ



premium cement
অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের হাসিনার পালানোর দৃশ্য মনে করতে বললেন ফারুকী ঢাকা ইপিজেড ও সংলগ্ন এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন মির্জা ফখরুল আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি শ্রমিকরা

সকল