রিক্সা পর্যন্ত চলছে না কাঁচপুর-সাইন বোর্ড রাস্তায়
- ইকবাল মজুমদার তৌহিদ
- ২৮ মার্চ ২০২১, ২১:৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইন বোর্ড অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখার সময়, এমনকি একটা রিক্সাও চলছে না সড়কটির ওই এলাকায়। দিনভর উত্তেজনার পর রোববার সন্ধ্যা থেকে পুরোপুরিভাবে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এসময় এই এলাকাটির কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চোখে পড়েনি। অবশ্য রাস্তায় বহুসংখ্যক শার্ট প্যান্ট পরা যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এক জায়গায় দেখা যায়, কয়েকজন যুবক পোড়া একটি মাইক্রোবাস ভেঙে নিয়ে যাচ্ছে। এসময় পুরো রাস্তাটাতিতে যুবকরা কাউকে ছবি তুলতে দিচ্ছিল না। আর সাংবাদিক পরিচয় পেলেই ক্ষিপ্ত হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা এই প্রতিবেদককে বলেন, 'আজ দুপুর বেলা পর্যন্ত যখন হুজুররা মাঠে ছিল, তখন ৬-৭ টি গাড়ি পোড়ানো হয়। তবে একটু আগে সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত আমি হেঁটে দেখে এলাম বিকেল তিনটার পর থেকে আরো অনেক গাড়িতে আগুন দেয়া হয়েছে।
সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত গাড়িতে অগ্নিদগ্ধ স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই কেন- জানতে চাইলে সিদ্দিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মশিউর রহমান (পিপিএম) নয়া দিগন্তকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদিন ডিউটি পালন করে খুব ক্লান্ত। তাই রাতের বেলায় আমরা বিশ্রামে আছে।'
গাড়িতে আগুন দেয়ার ঘটনায় কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে মামলা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা