মসজিদে নামাজ পড়তে গিয়ে ইট পড়ে মুসল্লির মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪১
মাগরিবের নামাজের জন্য বৃষ্টি উপেক্ষা করে বাসা থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন আকতার হোসেন (৫২)। পথে পাঁচতলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে রাত পৌনে ৮টায় ঢাকেম চিকিৎসক আকতারকে মৃত ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আখতার হোসেন ৫৫ নম্বর মধ্য কুনিপাড়া এলাকার মৃত মৃত হাসান আলীর ছেলে।
আকতার হোসেনের ছেলে মাহিন হোসেন বলেন, আমার বাবা সন্ধ্যার সময় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের উপর থেকে একটি ইট বাবার মাথায় পড়ে। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা