২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মসজিদে নামাজ পড়তে গিয়ে ইট পড়ে মুসল্লির মৃত্যু

মসজিদে নামাজ পড়তে গিয়ে ইট পড়ে মুসল্লির মৃত্যু -

মাগরিবের নামাজের জন্য বৃষ্টি উপেক্ষা করে বাসা থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন আকতার হোসেন (৫২)। পথে পাঁচতলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে রাত পৌনে ৮টায় ঢাকেম চিকিৎসক আকতারকে মৃত ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আখতার হোসেন ৫৫ নম্বর মধ্য কুনিপাড়া এলাকার মৃত মৃত হাসান আলীর ছেলে।

আকতার হোসেনের ছেলে মাহিন হোসেন বলেন, আমার বাবা সন্ধ্যার সময় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় একটি নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের উপর থেকে একটি ইট বাবার মাথায় পড়ে। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সপ্তাহের লেনদেন শুরু ঢাকার উত্থানে, চট্টগ্রামে পতন শিক্ষার্থীদের চাপে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য আলমগীর-সরোয়ার প্যানেলের ১৪, মুছা-জাকির প্যানেলের ৬ জন নির্বাচিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সঙ্কটজনক’ যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করতে নেতানিয়াহু ‘নোংরা খেলা’ খেলছেন : হামাস পেরুর ফুড কোর্টের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬ কুড়িগ্রামে ফাগুনের সকালে হঠাৎ বৃষ্টি মোংলা বন্দর থেকে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রেন চলাচল শুরু ভারতে সুড়ঙ্গে আটকা পড়া ৮ শ্রমিকের ভাগ্য অনিশ্চিত

সকল