তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে।
সোমবার বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকে দেয়। এরপর সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মহাখালীতে রেলপথ অবরোধ করেন। এতে আটকা পড়া ট্রেনটি পরে কর্তৃপক্ষের নির্দেশে উল্টোপথেই ফিরিয়ে নেয়া হয়।
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ব্যানারে গত কয়েক দিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।
এ কয়দিনে গুলশান ও মহাখালী এলাকা বারবার অবরোধের কারণে শহরজুড়ে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে মানুষকে। আজও মহাখালী রেল ক্রসিং এলাকা অবরোধ করায় একই ধরনের পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা