বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, কিছু পাওয়া যায়নি
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩
ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে। তবে ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।
ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট ফ্লাইটটির ভেতর প্রবেশ করে তল্লাশি চলায়।
তবে শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমান বন্দরে টানটান উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন।’
খবর পাওয়ার পরে পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।
বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।
সূত্র : বিবিসি ও ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা