২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের নোটিশ। - ছবি : সংগৃহীত

৩৩ বছরের পুরনো সংবাদ মাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেয়া হয়।

নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা।

রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।

সেখানে তারা অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান। সেইসাথে যারা নিয়োগপত্র পাননি তাদের সেটা বুঝিয়ে দেয়ার দাবি জানান। তার পরপরই কার্যালয় বন্ধের ঘোষণা আসে।

ভোরের কাগজের প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন বিবিসি বাংলাকে জানান, তারা এসব দাবি দাওয়ার বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি। এ কারণে তারা মানববন্ধনের সিদ্ধান্ত নেন।

কাওছার হোসেন বলেন, ‘আমরা আগে থেকেই টের পেয়েছি যে পত্রিকা বন্ধের ষড়যন্ত্র চলছে। মালিকপক্ষ অনেক সাংবাদিককে ছাটাইয়ের তালিকাও করেছিল। আমরা এর বিরোধিতা করি।’

যদি ছাটাই করতেই হয় তাহলে যেন অষ্টম ওয়েজ বোর্ডের সুযোগ সুবিধা দেয়া হয় সেই দাবি জানান তারা।

এদিকে পত্রিকার প্রধান কার্যালয় বন্ধের প্রতিবাদে প্রতিষ্ঠানটির বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের কথা জানান ভোরের কাগজের সাংবাদিকরা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।

১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা এ দৈনিক।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অভিষেকের দিনের সূচি প্রকাশ বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে : আইএসপিআর স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না : ইশরাক আলোচনার মাধ্যমে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী? ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মেয়াদ বেড়েছে ৬ সংস্কার কমিশনের সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা কলুষিত নির্বাচন, নির্বাচনী বিরোধ ও অপরাধ

সকল