‘মাল্টিপ্ল্যান মার্কেট দখলে রাখতেই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের হামলা’
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৭
রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটে হামলার ঘটনায় বিদেশে থাকা সানজিদুল হাসান ইমনকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মার্কেটের সভাপতি নির্বাচিত হওয়ার আশায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার আপন বড় ভাই ওয়াহিদুল হাসান দিপু এই ষড়যন্ত্র চালাচ্ছে।
শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইমনের মা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক গাইনী বিভাগের প্রধান ডা: সুলতানা জাহান।
তিনি জানান, ‘মামলার বাদী ওয়াহিদুল হাসান দীপু পুরষ্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। দীপু কাউকে মাল্টিপ্ল্যান মার্কেটের নির্বাচনে সভাপতির ফরম কিনতে না দিয়ে পদ ও মার্কেট দখলে রাখতে এই হামলা ঘটিয়েছেন। যা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বুঝা যাবে। তিনি ভিডিও ফুটেজ দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।’
তিনি বলেন, ‘পতিত সরকারের রোষানলে পড়ে তার ছেলে ইমনকে দীর্ঘদিন জেলে থাকতে হয়। গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হলে সে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ যায়। এর পরও ওয়াহিদুল হাসান দীপু শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই ওয়াহিদুল হাসান দীপু মাল্টিপ্ল্যান মার্কেট নিজেদের দখলে রাখতে ১০ জানুয়ারির হামলার ঘটনায় ইমনকে আসামি মামলা দায়ের করে।’
ডা: সুলতানা জাহান বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ড (সাবেক ৪৬) বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু। তিনি এ হামলা ও ষড়যন্ত্রের ঘটনার তীব্র নিন্দা জানান।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা