০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

ঢাকা-১০ আসনের সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক - ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান।

তবে মহিউদ্দিনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার তাকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বা এফবিসিসিআই সভাপতি ছিলেন। একইসাথে তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির বিজিএমইএ’রও সভাপতি ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ২০১৯ সালে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরে দাঁড়ান।

ওই আসনটি শূন্য হওয়ার পর পরের বছর এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement