২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার

জাহাজে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গ্রেফতার - সংগৃহীত

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোঝাই এমভি আল বাকেরা জাহাজে সাত ক্রু সদস্যদের গলা কেটে নির্মমভাবে হত্যা ও একজন আহতের ঘটনায় সন্দেরভাজন এক ব্যক্তি ইরফানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় র‍্যাব-১১ কুমিল্লার মিডিয়া কর্মকর্তা তারেক বিষয়টি নিশ্চিত করেন। দুপুর ১২টায় এ বিষয়ে কুমিল্লা র‍্যাব কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে ইরফান পালিয়ে বেড়াচ্ছিলেন। জাহাজ থেকে উদ্ধার করা রক্তমাখা চায়নিজ কুড়ালের ফিঙ্গার প্রিন্টসহ যাবতীয় তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। তিনিই ছিলেন জাহাজে থাকা নবম ব্যক্তি।

জানা গেছে, বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে গ্রেফতার করা হয় ইরফানকে। পরে তাকে কুমিল্লা র‍্যাব-১১ কার্যালয়ে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে জাহাজ মালিকের পক্ষে ঢাকার দোহার এলাকার মো: মাহবুব মোরশেদ হাইমচর থানায় একটি মামলা করেন। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝিরচর এলাকায় থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের লাশ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। নিহত সাতজন হলেন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, ইঞ্জিনচালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার আজিজুল ও মাজেদুল, রানা কাজী এবং লস্কর সবুজ শেখ।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে খেজুর রসের ঐতিহ্যে ভাটা সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে ২০ ইউনিট ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা

সকল