যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৪২, আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ১৮:১৬
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানিয়েছে কলেজটির কর্তৃপক্ষ।
সোমবার (২৫ নভেম্বর) সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের পর বিকেলে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে এ তথ্য জানান।
হামলার ঘটনায় যাত্রাবাড়ীর ওই কলেজ এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।
পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে বলেন, ‘সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।’
এসময় হামলাকারীরা কলেজটি ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেছন আশরাফ সামীর।
রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জেরে আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়।
সূত্র : বিবিসি