২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের

যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় - ছবি : বিবিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহত হওয়ার কথা জানিয়েছে কলেজটির কর্তৃপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের পর বিকেলে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে এ তথ্য জানান।

হামলার ঘটনায় যাত্রাবাড়ীর ওই কলেজ এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর করেছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা।

পরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

মাহাবুবুর রহমান মোল্লা কলেজের ব্যবস্থাপনার পরিচালক আশরাফ সামীর বিবিসি বাংলাকে বলেন, ‘সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।’

এসময় হামলাকারীরা কলেজটি ব্যাপক ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেছন আশরাফ সামীর।

রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, আগের দিনের হামলার জেরে আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে রাষ্ট্রের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন : রাষ্ট্রদূত মুশফিক কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোন ও সিএনজি জব্দ বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা নাশকতাকারী কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব’ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি পাকিস্তান সরকারকে সংলাপের সময়সীমা বেঁধে দিচ্ছে ইমরান খানের দল আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই : রিজভী পাকিস্তানে ৬০ বেসামরিক নাগরিককে কারাদণ্ড দিলো সামরিক আদালত গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির

সকল