১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল - ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে তাদের বেতনের অংক ৮০ থেকে ৮২ কোটি টাকা। মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দেয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন তারা বেতন ঠিকমতো পাচ্ছেন না। এ কারণে গত বৃহস্পতিবার আন্দোলন শুরু করেন তারা।

বেক্সিমকো কারখানার এই সমস্যার সূত্র ধরে সোমবার সংঘর্ষ হয় অন্য কয়েকটি কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে। উত্তেজিত শ্রমিকরা অ্যামাজন গেঞ্জি কারখানায় আগুন দেয়। পরে আশপাশের বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অপরদিকে, জিরানি ডরিন কারখানার ১৩ জন স্টাফ ছাঁটাই প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন ওই কারখানার শ্রমিকরা।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের মতো আজও শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় থানা পুলিশ ও শিল্পপুলিশ মোতায়েন রয়েছে।


আরো সংবাদ



premium cement
সাভারে সুরমা গামের্ন্টসে আগুন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি বাইডেনের, পাল্টা পদক্ষেপ পুতিনের হোয়াটসঅ্যাপকে ২১৩.১৪ কোটি রুপি জরিমানা ভারতের ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৫২ কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপবাসীর নামে ভাড়াটে লোকজন এনে সড়ক অবরোধ! ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার যুক্তরাষ্ট্রের পশ্চিমে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বোম্ব রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ঈশ্বরগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে আটক বরিশালে আ’লীগ নেত্রী কোহিনুর গ্রেফতার

সকল