ডিওএইচএস থেকে গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ১৮:২১
রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন এবং ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পরে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করেছে ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বনানীর ডিওএইচএসের পাঁচ নম্বর রোডের লেক পাড়ে মরিচা ধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেগুলো উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত আনুমানিক সাড়ে ৯টায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।
ডিএমপি জানিয়েছে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা