০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাগলা মহিষের গুতায় মগবাজারে নারীর মৃত্যু

মহিষ - সংগৃহীত

ঢাকার মগবাজারে পাগলা মহিষের গুতায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো আট থেকে ১০ জন।

বুধবার সন্ধ্যায় মগবাজারের আমতলা চল্লিশগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন চৌধুরী জানান, সন্ধ্যায় ওই নারী চল্লিশগ্রাম এলাকার কলোনিতে নিজ বাসাতেই অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ একটি পাগলাটে মহিষ কলোনিতে ঢুকে পড়ে সেখানকার মানুষজনকে তাড়া করে। মহিষের তাড়া থেকে নিজের দু’সন্তানকে রক্ষা করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহন হন ওই নারী। পরে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

রূপন চৌধুরী আরো জানান, স্থানীয় গোশত ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশে মহিষটিকে গাবতলী হাট থেকে কিনে এনেছিলেন।

মহিষটিকে পাগলা মাজারের কাছে বেঁধে রাখা হয়েছিল। সেখান থেকেই দড়ি ছিঁড়ে পালিয়ে সে ছুটতে থাকে এবং মানুষজনকে তাড়া করে। চল্লিশগ্রাম এলাকার কলোনিতে দুর্ঘটনার পর সেখান থেকেও ছুটে পালিয়ে যায় মহিষটি।

পরে রামপুরা থেকে সেটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
দুদক সংস্কার কমিশন, জন-প্রত্যাশা গাজীপুরের তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক ছাঁটাই শাহরুখ খানকে হত্যার হুমকি ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ নাটোরে যুবলীগ নেতা হত্যা : ২৫ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ট্রাম্পের জয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশা করছে তালেবান ট্রাম্পের জয়ে ১৯ ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠবে, আশা দিল্লির দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল : শাহজাহান নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক ‘সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে’

সকল