২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুরান ঢাকার বানর : অতীত-বর্তমান

পুরান ঢাকার বানর - ছবি : নয়া দিগন্ত

পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় বানরের দলকে ইট পাথরের বিল্ডিং বেয়ে কিংবা তারে ঝুলে খেলা করতে দেখা যায়। পুরান ঢাকার তাঁতিবাজার, শাখারী বাজার, লক্ষ্মীবাজার, নারিন্দা, গেন্ডারিয়ায় দেখা মেলে এসব বানরের। বিভিন্ন অলি-গলিকে নিজেদের এলাকা বানিয়ে ফেলেছে বানরের দল। তারা অনেক বছর ধরে মানুষের সাথে মিলেমিশে বসবাস করে আসছে।

তবে তারা এখন ভালো নেই। ক্রমেই বিলুপ্তির পথে পুরান ঢাকার এসব বানর। ধীরে ধীরে কমে যেতে শুরু করেছে বানরের সংখ্যা। আনুমানিক এই এলাকায় শ’খানেক বানরের বসবাস। খাবারের অভাবে ও অসুস্থতায় ক্রমশ কমে যাচ্ছে বানরের সংখ্যা। কোভিডের পর থেকে তাদের পাশে দাঁড়ানোর মতো তেমন কোনো সংগঠনের দেখা নেই। কোভিডের প্রথম দিকে সিটি করপোরেশনও বিভিন্ন সংগঠন থেকে কিছু খাবার দেয়া হলেও এখন স্থানীয় মানুষের খাবারের উপরেই নির্ভর করেই বানরগুলো বেঁচে আছে।

তাঁতিবাজার এলাকার বাসিন্দা অপূর্ব চৌধুরী জানান, ‘বানরগুলো এখন একেবারে রোগা হয়ে গেছে। এদের দেখলেই বোঝা যায়, এরা পুষ্টিহীনতায় ভুগছে। আগে বিভিন্ন সংগঠন থেকে এদের খাবার দিত, তবে এখন হঠাৎ খাবার দেয়া হয়। স্থানীয় কিছু মানুষ এদের খাবার দিলে এরা খেতে পারে।‘

তিনি আরো জানান, ‘খাবারের অভাবে এরা মাঝে মাঝেই জানালা দিয়ে খাবার চুরি করে। এছাড়া মানুষের কাপড় নিয়ে যায়। আমার বাসা থেকে একটি টি-শার্ট নিয়ে গেছে। আরেকবার ঘরে এসে কলা নিয়ে গেছে। স্থানীয় মানুষজন এদের একটু ভয় পায়। এরা মাঝে মাঝে বাচ্চাদের ভয় দেখায়, বাসা-বাড়িতে ঢুকে পড়ে।‘

বানরগুলো মানুষের সান্নিধ্য কিভাবে এলো এ ব্যাপারে পুরান ঢাকার আদি বাসিন্দা রহমান মিয়া জানান, ‘গেন্ডারিয়াতে ‘সাধনা ঔষধালয়’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য প্রচুর গাছগাছালি লাগানো হয়। সেখানেই বানরগুলো থাকত। সেখানে একটি গুড় তৈরির কারখানা ছিল। ওই কারখানেতেই গুড় খেতে আসত বানর দল। সেখান থেকেই তারা মানুষের সান্নিধ্যে আসতে শুরু করে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরান ঢাকার বিভিন্ন জায়গায়। আমাদের এখানেও তিনটি দল রয়েছে, প্রতি দলে ১০ থেকে ২০টি করে বানর আছে।এরা সবসময় একত্র থাকতে পছন্দ করে। পুরনো কোনো বিল্ডিংয়ের ছাদে এরা বসবাস করে। আমাদের এখানে সোহরাওয়ার্দী কলেজের ছাদে বানরগুলো অবস্থান করে।‘

পুরান ঢাকার এ বানরগুলো ঐতিহ্যের সাথে মিশে রয়েছে। মানুষের ডাকে খুব সহজে কাছে চলে আসে এরা। শাখারীবাজার এলাকার ফল বিক্রেতা কবির জানান, ‘আমি যখন সকালে দোকান খুলি তখন এরা আসে। এলাকার অনেকেই ফল কিনে ছুড়ে দেয়। এই ফলের আশায় ওরা আমার দোকানের আশেপাশের তার বেয়ে ঝুলে থাকে।‘

শাখারী বাজার এলাকার বাসিন্দা পরিমল দাস জানান, ‘এরা রাতে বেশি তাণ্ডব করে, একবাড়ি থেকে অন্য বাড়ির ছাদে চলাচল করে।সকালবেলায় দেখা গেলেও সারাদিন ছায়াযুক্ত স্থানে থাকে। আবার সন্ধ্যার দিকে বের হয়। মাঝে মাঝেই রাতে ওদের শব্দ ঘুম ভেঙে যায়।‘

পুরান ঢাকায় হঠাৎ কেউ নতুন এলে ইট পাথরের মাঝে থাকা এসব বানর দেখে অবাকই হন। লোকালয়ে মানুষের সাথে মিলেমিশে বাস করা এই বানরগুলো পুরান ঢাকার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান পেয়েছে।


আরো সংবাদ



premium cement
বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের ইসলামাবাদের বিক্ষোভের স্থগিত ঘোষণা পিটিআইয়ের নিটওয়্যারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চিশিং ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত

সকল