২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

ঢাকার প্রথম পেট্রোল পাম্প ‘কিউ. জি. সামদানী এন্ড কোং’

কিউ. জি. সামদানী এন্ড কোং পেট্রোল পাম্প। ইনসেটে কাজী গোলাম সামদানী - ছবি : নয়া দিগন্ত

১৯৫০-এর শুরুর দিকে প্রতিষ্ঠার পর থেকে ৭০ বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছে ঢাকার প্রথম পেট্রোল পাম্প ‘কিউ. জি. সামদানী এন্ড কোং। ‘তৎকালীন ঢাকা শহর বলতে গুলিস্তান ও সদরঘাটের এই এলাকাকেই বোঝানো হতো। তাই কাজী গোলাম সামদানী এখানেই প্রতিষ্ঠা করেন ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প। ঢাকার সদরঘাটের বাস স্টপেজের পাশেই অবস্থিত এই পেট্রোল পাম্পটি। পাম্পের ঠিক সামনেই অবস্থিত ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক।

পেট্রোল পাম্পের ম্যানেজার সাত্তারকে এর প্রতিষ্ঠাকালীন ও বর্তমান মালিক সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘পেট্রোল পাম্পটি যখন করা হয় তখন ঢাকা শহর বলতে এ এলাকাকেই বোঝানো হত। তাই এর প্রতিষ্ঠাতা কাজী গোলাম সামদানী এখানেই পাম্পটি স্থাপন করেন। বর্তমানে পাম্পটির মালিক তার চতুর্থ ছেলে কাজী ফিরোজ সামদানী। তার তত্ত্বাবধানেই বর্তমানে পাম্পটি পরিচালিত হচ্ছে। তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করেন। তার অনুপস্থিতিতে আমিই পাম্পটি পরিচালনা করি।‘

তিনি আরো জানান, ‘পরে এই পাম্পের দ্বিতীয় শাখা ঢাকার নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে স্থাপন করা হয়। দুটি শাখাই পেট্রোল পাম্পটির প্রতিষ্ঠাতা কাজী গোলাম সামদানীর নামে নামকরণ করা হয়।‘

পুরান ঢাকার শাঁখারী বাজারের বাসিন্দা রমেশ চন্দ্র দাস জানান, ‘আমি ছোটবেলা থেকেই এখানে পেট্রোল পাম্পটিকে দেখছি। বড়দের কাছ থেকে শুনেছি, দেশভাগের পর পরই এখানে পেট্রোল পাম্পটি স্থাপন করা হয়।এর আগে নাকি ঢাকা শহরে কোনো পেট্রোল পাম্প ছিল না।‘

সরেজমিনে পেট্রোল পাম্পটি পরিদর্শন করে দেখা যায়, কাজী গোলাম সামদানী ঢাকা শহরে প্রথম পেট্রোল পাম্প স্থাপন করায় তৎকালীন যুক্তরাষ্ট্রের ‘এসো অয়েল কোম্পানি’ থেকে গোল্ড মেডেল অর্জন করেছেন। ঐতিহ্যবাহী এই পেট্রোল পাম্পটি এখনো ভালোভাবেই ঢাকা শহরের এই এলাকার মানুষদের সেবা দিয়ে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল