২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেকর্ড দামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি

রেকর্ড দামে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে বড় রুবি - ছবি : সংগৃহীত

নিলামে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে বিশ্বের সব চেয়ে বড় আকারের রুবি। উজ্জ্বল দীপ্ত লাল রঙের ৫৫.২২ ক্যারেট ওজনের বিশ্বের সবচেয়ে বড় এই রুবিটির নাম 'এসত্রেলা ডি ফিউরা'। বিক্রি হয়েছে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারে। কয়েক দিন আগে নিউ ইয়র্কে এই নিলামের আয়োজন করে সথবি’জ।

এখনো এক বছরও হয়নি এসত্রেলা ডি ফিউরা রুবিটি আবিষ্কার করা হয়েছে। রুবিটি কানাডার কোম্পানি ফিউরা জেমস মোজাম্বিকে নিজেদের একটি খনি থেকে আবিষ্কার করে। বিক্রির আগে রত্নটিকে এখনও পর্যন্ত বাজারে আসা 'অত্যন্ত বিরল' এবং 'সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ' রুবি হিসেবে বর্ণনা করেছে সথবি’জ।

গত বছরের জুলাই মাসে খনি থেকে এই এসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করা হয়েছিল। তখন এর ওজন ছিল ১০১ ক্যারেট। পরে কেটে ও পালিশ করে তা ৫৫ ক্যারেটে রূপ দেয়া হয়েছে। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় রুবি।

সথবি’জ-এর তথ্য বলছে, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মায়ানমারে আবিষ্কার করা হয়েছিল। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল সেটি।

সাধারণত রেকর্ড দামে বিক্রি হওয়া রত্নের সংসারে হীরার দাপটই বেশি হয়। সেই হিসেবে এই রুবিটি একটা রেকর্ড গড়ে ফেলল।
সূত্র : জি নিউজ

 


আরো সংবাদ



premium cement
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮

সকল