০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কোরবানিতে ‘১৫ লাখ টাকার ছাগল’ বিক্রি নিয়ে তুলকালাম কাণ্ড

১৫ লাখ টাকা দামের ছাগল কেনার বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল - ছবি - বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে আছে রাজধানী ঢাকার ‘এক এগ্রো ফার্ম থেকে কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনেছেন’ একজন রাজস্ব কর্মকর্তার ছেলে।

যদিও এ বিষয়ে যে রাজস্ব কর্মকর্তার নাম বার বার উঠে আসছে, ওই ক্রেতা আসলেই তার ছেলে কি না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা বক্তব্য পায়নি বিবিসি।

তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মু’মেন এটুকু নিশ্চিত করেছেন যে ওই নামে একজন কর্মকর্তা আছেন এনবিআরে। কিন্তু ছাগল কেনার সাথে ওই কর্মকর্তার ছেলেই জড়িত কি না, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধুমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো।

শুধু তাই নয়, এই খামার থেকে আরো বলা হচ্ছে, যিনি ছাগলটি বুক করেছিলেন, তারা খোঁজ নিয়ে দেখেছেন যে তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা নন।

যদিও এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

তবে ক্রেতার বাবা যিনি-ই হোন না কেন- প্রশ্ন উঠছে যে ‘১৫ লাখ টাকায় ছাগল কেনা’ কি কোরবানির উদ্দেশ্য বা ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ?

সে উত্তর জানার আগে চলুন জেনে নেয়া যাক যে ছাগলটির দাম এত বেশি কেন।

ছাগলের দাম কেন লাখ টাকা?
যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা, তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল, বলেছেন সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন।

এ জাতের নাম ‘বিটল’ এবং ‘বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল,’ বলেন তিনি।

আলোচিত ওই ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন ১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা ৬২ ইঞ্চি। ইমরান হোসেন জানান, ‘বিরল প্রজাতির এই ছাগল বাংলাদেশে এখন একটিই আছে।’

এটি আমদানি করা হয়েছিল কি না জানতে চাইলে, তিনি জানান, ‘আজ থেকে দুই মাস আগে এটিকে তারা যশোরের একটি হাট থেকে কিনেছিলেন।’

যশোরের হাটে এই ছাগল কিভাবে এলো, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তা জানি না। তবে এরকম ছাগল, বড় বড় গরু প্রাথমিক পর্যায়ে গ্রামে-গঞ্জে, হাটেই বিক্রি হয়। হাট থেকে কিনে এনে আমরা সেগুলো লালন-পালন করে বিক্রি করি।’

‘আমাদের কাছে যখন তথ্য আসছে, আমরা সাথে সাথে লোক পাঠিয়ে টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছি। কারণ আমাদের কাছে ছাগলটাকে খুব ভালো লেগেছে।’

ইমরান হোসেনের দাবি, ‘এই ছাগলটির ক্রয়মূল্যই পড়েছিল ১০ লাখ ৩৫ হাজার টাকা। তার সাথে আনুষঙ্গিক আরো খরচ আছে।’ সেজন্যই এর দাম নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ টাকা।

ছাগলের দাম বেশি হওয়ার আরেকটি কারণ হলো উন্নত জাত ও বংশমর্যাদা।

এখানে বংশমর্যাদার বিষয়টি ঠিক কী, তা জানতে চাইলে ইমরান হোসেন বলেন, ভালো বংশমর্যাদার ছাগল বা গরুর ক্ষেত্রে বিক্রির সময় ক্রেতার কাছে সার্টিফিকেট দেখানো হয়।

কিন্তু অবিক্রিত রয়ে গেছে সেই ছাগল?
সাদিক এগ্রো বিটল প্রজাতির ওই ছাগলটির দাম ১৫ লাখ টাকা চাইলেও তা ১২ লাখ টাকায় বিক্রির চুক্তি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি অবিক্রিতই রয়ে গেছে বলে দাবি করেছেন ইমরান হোসেন।

সাদিক এগ্রো’র ইমরান হোসেন বলেন, ‘ওই ছেলেটা ছাগলটা ডেলিভারি নেয়নি। এক লাখ টাকা এডভান্স দিয়ে বুক করেছিল।এ মাসের ১২ তারিখে বাকি টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরপর আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ ওকে আর খুঁজে পাইনি।’

তাহলে, এখন কী তবে ক্রেতার আগাম টাকা ফেরত দিয়ে দেয়া হবে?

ইমরান হোসেন বলেন, ‘ওর সাথে তো যোগাযোগ-ই করতে পারছি না। ওর যদি কোনো ভ্যালিড রিজন থাকে, তাহলে অবশ্যই আমরা ওর অ্যাডভান্সের টাকা ফেরত দিবো। কিন্তু যদি সেটা না থাকে এবং ও যদি আমাদের সাথে দুষ্টুমি করার জন্য এটা করে থাকে, তাহলে এই টাকাটা ফোরফিট (বাজেয়াপ্ত) করে দিবো আমরা।’

‘কারণ এই ছাগলটা তো আমাদের থেকে অনেকেই কিনতে চেয়েছিল। কিন্তু ও আমাদের থেকে বুক করছিল বলেই আমরা কারো কাছে সেটা বিক্রি করতে পারিনি।’

ফেসবুকে তুলকালাম
ঘটনার শুরু গত সপ্তাহে, যখন আলোচিত ছাগল সাথে নিয়ে এক তরুণকে উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ক্রেতাকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, ‘১১ জুন এটি ধানমন্ডি আট-এ ডেলিভারি দেয়া হবে।’

ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, ‘এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।’

‘এরকম খাসি আমরা সামসামনি দেখিনি। আমার জীবনে প্রথম দেখা এটা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে, তাই হইছে। এর থেকে বেশি কিছু আর কী বলব।’

ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনদের অনুসন্ধানে জানা যায়, ১৫ লাখ টাকা দামের সেই ছাগলটির ক্রেতা একজন রাজস্ব কর্মকর্তার ছেলে।

দ্বিতীয় কারণ হলো, তরুণের বয়স তুলনামূলক কম। এত কম বয়সী একজন এত চড়া দাম দিয়ে কিভাবে ছাগল কেনে, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

তবে আলোচিত তরুণ কিংবা তার বাবার সাথে বিবিসি কথা বলতে পারেনি।

ফেসবুকে ফারিবি চৌধুরী নামক একজন ব্যবহারকারী ওই ক্রেতার ছাগলটির সাথে তোলা এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘চেহারা দেখে মনে হচ্ছে ছেলেটির বয়স সর্বোচ্চ ২৫ বছর হবে। এ দেশের সরকারি চাকরিজীবীরা একেকজন বিল গেটস, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, গৌতম আদানি। সাধারণ সরকারি অফিসারদের ছেলের যদি এ অবস্থা হয়, বুঝেন…।’

ফেসবুকে এই বক্তব্যটি কমপক্ষে কয়েক শ’ আইডি ও পেইজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে।

শরৎ চৌধুরী নামক আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘আপনারা হয়ত ভুলে গেছেন, তবে আমি ভুলিনি। যখন দেখি কর্মকর্তার সন্তান লাখ দশেকেরও ওপরে টাকা দিয়ে ছাগল কিনছে, আমি তখন দেখতে পাই সেই রকম কর্মকর্তারাই বেইলি রোডে মানুষ পোড়ানোর সিস্টেমের নানান সার্টিফিকেট দিয়ে এসেছেন।’

ছাগল বিক্রি নিয়ে সাদিক এগ্রো’র বক্তব্য
চলমান বিতর্কের মধ্যে সাদিক এগ্রো’র মালিক মোহাম্মদ ইমরান হোসেন দাবি করেছেন, ‘আমি যতটুকু জানি, যে ছেলেটা আমার কাছ থেকে ছাগল কিনেছে, তার বাবা বিদেশে থাকেন।’

তিনি বলেন, ‘আমার কাছ থেকে কোনো রাজস্ব কর্মকর্তা ছাগল কেনেনি, একটি তরুণ ছেলে কিনেছে। এখন ওর বাবা কে, সেটি তো আমি বলতে পারি না।’

‘তবে এটা নিয়ে যখন নিউজ হলো, তখন আমরা আউট অব কিউরিওসিটি থেকে, নট আউট অব রেসপন্সিবিলিটি, খোঁজ নিয়ে দেখলাম যে রাজস্ব কর্মকর্তার কথা বলা হচ্ছে, তিনি ছাগলটির ক্রেতার বাবা নন।’

তবে তিনি 'আসলে নিশ্চিত নন' বলে উল্লেখ করে বলেন, ‘একজন গ্রাহক যখন আমাদের কাছে কিনতে আসেন, তখন তার ফ্যামিলি হিস্ট্রি জানার অধিকার নাই আমাদের।’

সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি গণমাধ্যমেও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে ছাগলের এই অস্বাভাবিক দাম বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। কিন্তু ইমরান হোসেন বলেন, ‘এ আলোচনা একেবারেই অযৌক্তিক এবং ভিত্তিহীন।’

তিনি জানান, কোরবানি উপলক্ষে এবার তিনি ১২০০ ছাগল ও ২১০০ গরু খামারে তুলেছিলেন। এত ছাগলের মাঝে কেবল একটির দাম ছিল ১৫ লাখ টাকা।

বাকি ছাগলগুলোর দাম ১৫-২০ হাজার টাকা, যা মূলত ‘আমজনতার ছাগল।’

আর গরুর ক্ষেত্রে মাত্র একটি গরুর দাম ছিল এক কোটি টাকা। বাকি যে গরুগুলো, সেগুলোর দাম ছিল ৭০-৮০ হাজার বা দেড় লাখ টাকা।

‘কিন্তু এগুলো নিয়েও আলোচনা হচ্ছে না। আমার কাছে দামী যে পশু আছে, সেগুলো তো পার্সেন্টেজেই আসে না,’ বলেন তিনি।

তিনি জানান, গত বছর তিনি চার শ’ কেজির নিচের গরু কেজিপ্রতি ৫২৫ টাকা করে বিক্রি করেছেন। এবছর তারা চার শতাংশ কমিয়ে ৫০০ টাকা কেজিতে বিক্রি করেছেন।

‘যেগুলো আমজানতার গরু-ছাগল, সেগুলোর দাম চার শতাংশ কমিয়ে দিয়ে যেগুলো বিরল, তার দাম যদি ১০-২০ শতাংশ বেশি রাখি - তাহলে মানুষের কেন সমস্যা হবে?’

তার প্রশ্ন, ‘দামি গরুতে প্রফিট করে আমজনতার গরুতে কমপেন্সেট করায় খারাপ কিছু দেখি না। তাহলে আমি দাম বাড়ানোর কারিগর হিসেবে কিভাবে চিহ্নিত হলাম?’

এত দামি পশু কোরবানির ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ?
তবে স্বভাবতই প্রশ্ন উঠছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এত দামি পশু কোরবানি দেয়া কোরবানির মূল ধারণার সাথে কি সামঞ্জস্যপূর্ণ?

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এটি আইনগত ও নৈতিক বিবেচনার ওপর নির্ভর করবে।

‘মাসলা মতে, কারো যদি সামর্থ্য থাকে, তবে সে ১৫ লাখ টাকা দিয়ে ছাগল, কিংবা এক কোটি টাকা দিয়ে গরু কোরবানি দিতে পারেন। এটা আইনের কথা।’

এখন যিনি এত টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন, সেই টাকার উৎস বা বৈধতা যাচাই-বাছাই করা গোয়েন্দাদের কাজ, তিনি বলেন।

‘কিন্তু নৈতিকতা বিবেচনায়, এভাবে করা উচিত না। কারণ এক-দুই লাখ টাকা দিয়ে একটি পশু কোরবানি দিলে আপনার ন্যূততম ওয়াজিব পালিত হয়ে যাচ্ছে। বাকি টাকাটা সমাজের গরিব-দুঃখী মানুষ যারা আছে, রাষ্ট্রের কত হাজার হাজার মানুষ না খেয়ে থাকে, ফুটপাতে থাকে, ওই টাকাটা ওদের জন্য ইনভেস্ট করলে আরো বেশি সওয়াব পাবেন।’

যদিও ইসলামিক ফাউন্ডেশনের ওই একই বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান মনে করেন, ঘুষের টাকা ও দুর্নীতির টাকা ছাড়া এত দাম দিয়ে পশু কেনা সম্ভব না এবং সেটি বিবেচনা করলে এটি কোরবানির মূল ধারণার সাথে ‘সাংঘর্ষিক ও অন্যায়’।

রাজস্ব বিভাগের কি কিছু করণীয় আছে?
এমন পরিস্থিতিতে এনবিআর কী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে?

এ বিষয়ে জাতীয় এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘রাজস্ব বিভাগ পারে। কিন্তু তার পরিবেশগত ও পদ্ধতিগত সীমাবদ্ধতা আছে।’

‘যদি প্রমাণ হয় যে অমুকের ছেলে এটা করেছে, তাহলে তারা এটা টুকে নিতে পারে এবং তার আয়করের ফাইল দেখতে পারে যে সেখানে এই আয়ের বিষয়ে কিছু বলা আছে কি না। তার একটা ব্যাখ্যা চাইতে পারে বা অডিট করতে পারে।’

‘কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটি কে করবে? কতক্ষণ করবে? কাকে দিয়ে করাবে? তারা নিজেরাই যদি অন্যায়-অনিয়মের বিষয়ে যুক্ত থাকে, করাপট থাকে, তারা তখন এ বিষয়ে কাজ করতে পারে না। সীমাবদ্ধতা এখানেই,’ তিনি যোগ করেন।

তবে এত দাম দিয়ে ছাগল কেনার সাহস সম্বন্ধে তিনি বিস্মিত হন।

তিনি বলেন, ‘১৫ লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনা অসামাঞ্জপূর্ণ মনে হয়। কিন্তু এটা ঠিক যে কারো কারো এত টাকা হয়ে গেছে যে এটা ঠিক করা যাচ্ছে না।’

‘এনবিআর কর্মকর্তা বা যার-ই ছেলে হোক, খাসি কিনতেছে এত টাকা দিয়ে, এটা সমাজে বৈষম্য স্রৃষ্টি করলো। টাকা দিয়ে দাম বাড়িয়ে দিল জিনিসটার।’

তিনি মনে করেন, কারো অঢেল সম্পদের খবর জানার পর দুদক ও এনবিআর-এর উচিত তাদের ফাইলগুলো দেখা।

‘কিন্তু বর্তমান সংস্কৃতিতে কাড় ঘাড়ে কয়টা মাথা আছে যে ওই মাননীয় ব্যক্তিদের ফাইল নিয়ে প্রশ্ন করবে বা দেখবে?’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু

সকল