বইমেলার পর্দা নামছে আজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১
টানা এক মাস শেষে আজ মঙ্গলবার পর্দা নামছে বইমেলার। রাত ৯টায় আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এক বছরের জন্য কপাট বন্ধ হবে ভাষার মেলার।
সামাজিক দূরত্বের মতো কোভিড-১৯ -এর নিয়মগুলোর বাধ্যবাধকতা না থাকায় এ বছর ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি তারিখেই শুরু হয়। ওই দিন বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২০ সালের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সশরীরে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান করবেন এবং সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বিক্রেতারা জানিয়েছেন, মেলায় বিক্রিও ভালো হয়েছে। প্রতিবারই শেষের সপ্তাহে বিক্রি সব চাইতে বেশি হয়। এবার অন্যান্য বছরের তুলনায় বিক্রি বেশি। কিন্তু নবীন লেখকদের নতুন বই যা আছে তার বেশির ভাগই অবিক্রীত বলে জানান প্রকাশকরা।
এটি হলো বইমেলার ৩৯তম আসর। এবার বইমেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। আর ছুটির দিন মেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে চলে রাত ৯টা পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা