মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ০৪ মার্চ ২০২৪, ১৯:৩৭
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ট্রেনের ধাক্কায় ২ বাংলাদেশীসহ তিনজন নিহত হয়েছে।
রোববার (৩ মার্চ) রাতে ১০টির কাজাং এলাকার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে স্থানীয় সংবাদ সংস্থা বারনামা।
নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশী ও অপরজন হলেন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত তিনজনই ৩০-৪০ বছরের বয়সী বাংলাদেশী শ্রমিক।
তারা দু’জনেই সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের বাড়ি কুমিল্লার দেবিদ্ধার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: কামরুল হোসেন ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো: দুলাল মিয়া। এ ঘটনায় দুই বাংলাদেশীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিক্যাল টিম তাদের মৃত ঘোষণা করেছে। পরে রাত সোয়া ১২টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা ও ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় মেট্রোরেল রেল, ভূগর্ভস্থসহ সব ধরনের রেল লাইন রয়েছে। রেললাইনের দু’পাশেই ইস্পাতের শক্ত বেড়া দেয়া থাকে। যাতে রেললাইনে কোনো মানুষ ও জীব জন্তু প্রবেশ করতে না পারে। নিহত ওই তিনজন কিভাবে এবং কোন পরিস্থিতিতে ট্রেনের সাথে ধাক্কায় মারা গেল এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।