কাতারে বাংলাদেশী আলেমের হাতে নেপালি নাগরিকের ইসলাম গ্রহণ
- বেলায়েত হুসাইন
- ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫
কাতার প্রবাসী বাংলাদেশী আলেম হাফেজ মাওলানা ফয়সাল আহমাদের হাতে ইসলাম গ্রহণ করেছেন নেপালের এক নাগরিক।
রোববার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুরের দিকে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে প্রবেশ করেন।
নেপালি ওই নাগরিকের নাম নোবেল ঠাকুর। তিনি কাতারে কন্সট্রাকশনে লেবারের কাজ করেন। হিন্দু ধর্ম থেকে ইসলামে দীক্ষিত হলেন নোবেল।
হাফেজ মাওলানা ফয়সাল আহমাদের কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশের পর নোবেল ঠাকুর নিজের নতুন নাম রেখেছেন ‘মোহাম্মাদ সোহাইল’।
হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলামে আগমন ও নাম পরিবর্তনে সরকারি যে কাজগুলো করতে হয়, মোহাম্মদ সোহাইল সেগুলোও সম্পন্ন করেছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের বহু হাফেজ-আলেম কোরআনের আলো ছড়াচ্ছেন। কাতারের ধর্মমন্ত্রণালয়ের অধীনে সেখানে ইমাম ও খতিব হিসেবে আছেন, এমন-ই একজন হাফেজ মাওলানা ফয়সাল আহমাদ। দীর্ঘ সাত বছর দেশটিতে রয়েছেন তিনি। তার জন্মস্থান নড়াইলের লোহাগড়া উপজেলার খলিশাখালি গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান।