২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মচারীকে অজ্ঞাত বন্দুকধারীর গুলি

- ছবি : সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সে একটি বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরাঁয় প্রতিষ্ঠানটির একজন কর্মচারী শনিবার এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভেতর থেকে নজরদারি করা ভিডিওতে কুইন্সের অ্যাস্টোরিয়া পাড়ায় অবস্থিত ‘বৈশাখী রেস্তোরাঁ’য় শিশুসহ লোকজনকে দেখা যায়, যারা খাবারের জন্য বসে অপেক্ষা করছিলেন। একজন বন্দুকধারী গুলি চালানোর পর তারা রেস্তোরাঁ থেকে ছুটে পালিয়ে যান।

রেস্তোরাঁর মালিক আবু তাহের সিবিএস নিউজকে বলেন, ‘আমাদের রেস্তোরাঁর ভেতরে অনেক গ্রাহক ছিল। প্রথমবার গুলি ছোঁড়ার পর সে কিছুটা সরে যায়, তারপর সে আমার কাউন্টারের পেছনে গিয়ে আমার একজন কর্মচারীকে গুলি করে।’

তাহেরের মতে, মাস্ক ও লাল হুডযুক্ত সোয়েটশার্ট পরা বন্দুকধারী তিনটি গুলি ছুঁড়েছে।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি (হামলাকারী) কিছু বলেননি, এসে শুধু গুলি করে পালিয়ে যান।’

তার ছোড়া তিনটি গুলির মধ্যে একটি রেস্তোরাঁর এক কর্মচারীর উরুর উপরের অংশে লাগে।

পুলিশ বলছে, বন্দুকধারী দৌড়ে পালিয়ে গেছে।

যদিও হামলার উদ্দেশ্য নিয়ে এখনো তদন্ত করা হচ্ছে, তবে সূত্র জানায়, এই সপ্তাহের শুরুতে ওই বন্দুকধারী দোকানের একজন কর্মচারীর সাথে তর্ক করেছিল।

অন্যদিকে, ভাঙা কাচ, বুলেটের ছিদ্র এবং অর্ধ-খাওয়া খাবার ফেলে পালিয়ে যাওয়া পরিবারগুলোর জন্য একটি ভয়াবহ স্মৃতি হয়ে থাকবে। এটি ওই রেস্তোরাঁর মালিকের ব্যবসাতেও প্রভাব ফেলবে।

তাহের সিবিএসকে বলেন, ‘অবশ্যই আমি ভীত। আপনারা জানেন, আমার ব্যবসাটি খুব ছোট।’

তিনি আরো বলেন, নিউইয়র্ক সিটিতে একটি ছোট ব্যবসা চালাতে আমি সত্যিই ভয় পাই। আসলে এটি (নিউইয়র্ক সিটি) নিরাপদ নয়। আমরা নিরাপদ নই। আমাদের জীবন নিরাপদ নয়।’

বৈশাখী রেস্তোরাঁ ৩৬ নম্বর এভিনিউ ও ২৯ নম্বর স্ট্রিটের পাশের অ্যাস্টোরিয়া পাড়ায় অবস্থিত। এর আগে সুস্বাদু বাংলাদেশী খাবারের জন্য দ্য নিউ ইয়র্ক টাইমসে এর সম্পর্কে ফিচার প্রকাশিত হয়। ২০২১ সালে কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে সেবামূলক পরিষেবার জন্য রেস্তোরাঁটি ‘স্পেশাল কংগ্রেসনাল রিকগনিশন’ পেয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
জামায়াত-শিবিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা অধ্যক্ষের অপসারণ দাবি ইতিবাচক রাজনীতি সূচনা করতে চেষ্টা চালাচ্ছে জামায়াত : রেজাউল করিম জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য : আইএসপিআর পাইকগাছায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা দুর্ঘটনা নাকি নাশকতা : জনমনে উদ্বেগ নানা প্রশ্ন ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ সৌদির ফের ক্যান্সারে আক্রান্ত বাশারের স্ত্রী কটিয়াদীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লায় ইউক্রেনের গুপ্তহত্যার চক্রান্ত ব্যর্থ করে দেয়ার দাবি রাশিয়ার

সকল