৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

মসজিদুল হারাম থেকে বাংলাদেশী হজযাত্রী নিখোঁজ

নিখোঁজ আবদুল হক - ছবি - নয়া দিগন্ত

পবিত্র হজ পালন করতে গিয়ে মসজিদুল হারাম থেকে আবদুল হক নামে এক বাংলাদেশী হজযাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার আসরের নামাজের পর মসজিদুল হারাম থেকে হারিয়ে যান তিনি। উনার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি।

আবদুল হক নোয়াখালীর সেনবাগের বাসিন্দা।

আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন বলেন, ‘আমার আব্বা ও আম্মা বৃহস্পতিবার পবিত্র হজ্ব পালনের উদ্দেশে মক্কা শরীফ যান। শুক্রবার আসরের নামাজের পর মসজিদুল হারাম থেকে তিনি হারিয়ে যান। দুর্ভাগ্যক্রমে ওনার সাথে মোবাইল ও প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছিল না।’

তিনি বলেন, ‘এ ঘটনায় পবিত্র মক্কায় সৌদি পুলিশ, সৌদির কেন্দ্রীয় হজ অফিস এবং বাংলাদেশের হজ মিশনকে অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ওনার কোনো খোঁজ পাচ্ছি না।’

উল্লেখ্য, শুক্রবার হোটেল থেকে বের হয়ে আসরের নামাজ পড়তে মসজিদুল হারামে যান আবদুল হক। এরপর আর তিনি হোটেলে ফিরে আসেননি। গত দু’দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন মক্কায় কেউ তার বাবার খোঁজ পেলে দয়া করে নিচের ঠিকানা বা নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। মক্কায় উনার হোটেলের ঠিকানা : আল সাফওয়া রয়েল অর্কিড। যোগাযোগের নাম্বার: ০৫৪৮৯২৯৩৬১ (মাহমুদ)। বাংলাদেশে যোগাযোগের নাম্বারঃ ০১৬৭০৩১৮৩৫১ (মামুন)।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার : অর্থ উপদেষ্টা পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ ববির প্রো-ভিসি হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি সিংগাইরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন, জেলা-উপজেলা ও পৌরসভা সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত প্রয়োজন : ভলকার তুর্ক ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির স্পেনে বন্যায় ৬৩ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেয়া হবে না : ভিসি রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি ও ছোলা সংগ্রহ করবে সরকার আড়াইহাজারে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ২

সকল