২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রবাসীদের রেমিট্যান্সের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না : ভিএফজিবি লন্ডন

প্রবাসীদের রেমিট্যান্সের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না : ভিএফজিবি লন্ডন - ছবি : নয়া দিগন্ত

ব্রিটেনের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী লন্ডন-এর সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই বলেছেন, যত দিন প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখে তত দিন বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। তিনি বলেছেন, প্রবাসীরাই দেশের প্রাণ।

কুয়ালালামপুর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বল রুমে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ ক্রাইসিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর একে এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক মাহবুব আলম শাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির সিনিয়র নেতা মোশাররফ হোসেন, প্রফেসর ডা. আবুল বাশার, ড. ওয়ালিউল্লাহ জাহিদ।

ড. হাসনাত হোসাইন এমবিই ১ সপ্তাহের সংক্ষিপ্ত সফরে লন্ডন থেকে কুয়ালালামপুর আসেন প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং এর সমাধানে করণীয় শীর্ষক সেমিনার করার জন্য। বক্তব্যে তিনিসহ অন্য বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানের পরিস্থিতি কিছুটা সঙ্কটে থাকলেও ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়তো হবে না। কারণ বর্তমানে বাংলাদেশে অর্থনীতি একটু নাজুক হলেও প্রবাসীদের পাঠানো বিলিয়ন বিলিয়ন রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় বক্তারা প্রবাসীদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার জন্য উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, মালয়েশিয়া প্রবাসীরা দীর্ঘ সময় ধরে পাসপোর্ট দেরিতে পাওয়ার কারণে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছেন, মূল সমস্যা সমাধান
হচ্ছে না, এই হয়রানি বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিএফজিবি লন্ডন-এর নির্বাহী পরিচালক শাহিদা হাসনাত এবং সদস্য শাহেদা আলম, কমিউনিটির নেতা জাহাঙ্গীর আলম খান, ইকবাল হোসেন মাজু , জাহাঙ্গীর আলম, আনোয়ার পারভেজ, খোকন ভূঁইয়া, মেহদী হাসান, রাসেল রানা, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেন, শেখ মো. তুহিন, মিজানুর রহমান ঢালি, ইসমাইল হোসেন আখন্দ, শাহিন আলম, বিল্লাল হোসেন খান, শাওন আহমেদ, মো. ফারুক, জাকির হোসেন, রিয়াদ মলিক, আনোয়ার, মোশাররফ হোসেন পারভেজসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত
ছিলেন। এ সময় আবু কাউছার ভূঁইয়ার সহযোগী সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মো. শাহিন আলম।

 


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন

সকল