২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়ায় প্রবাসীদের মানবেতর জীবনযাপন, দ্রুত ব্যাবস্থা নেবে দূতাবাস

- ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় বাংলাদেশী ১০ জন প্রবাসী শ্রমিক ত্রিপল টানিয়ে খোলা আকাশের নিচে পানি ও বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবনযাপনের ঘটনা তদন্ত করবে বাংলাদেশ দূতাবাস।

পাশাপাশি নিয়োগকর্তা কর্তৃক আবাসন ব্যাবস্থার অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানে প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার।

স্থানীয় সময় শনিবার এক বার্তায় সাংবাদিকদের এসব তথ্য জানান রাষ্ট্রদূত গোলাম সারোয়ার।

এর আগে মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশী প্রবাসী শ্রমিক অমানবিক পরিবেশে মানবেতর জীবনযাপন করছে বলে দেশটির সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তামান মেলাবতী নামক এলাকায় বাংলাদেশী কিছু শ্রমিক রয়েছেন যারা নির্মাণ খাতে কাজ করেন। তারা গত তিন মাস ধরে অত্যান্ত মানবেতর পরিবেশে বসবাস করছেন। এমনকি সেখানে একটি রাস্তার পাশে ড্রেনের ওপর শুধুমাত্র ফাইবারের ত্রিপল টানিয়ে বসবাস করতে হয়েছে। এখানে টয়লেট ও গোসলের জন্য কোনো নিরাপদ ব্যাবস্থা নেই। এখানে আধুনিক মালয়েশিয়ার কোনো সুবিধা তারা পাননি। ছিল না বিশুদ্ধ পানি সরবারাহ ও বিদ্যুৎ ব্যাবস্থা। ওই শ্রমিকদের নিয়োগকর্তাকে বার বার তাদের সমস্যার কথা বলা হলেও বিভিন্ন অজুহাদে তারা বিষয়টি এড়িয়ে যেতেন। তবে ওই বাংলাদেশী শ্রমিকদের নাম ও তাদের নিয়োগকর্তার নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় তামান মেলাবতী এলাকার রেসিডেন্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান আজহারি আবদূল তাহারিম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নজরদারির মধ্যেও এই শ্রমিকদেরকে সংশ্লিষ্ট নিয়োগকর্তা কেমন করে মাসের পর মাস এই অমানবিক পরিবেশে রাখতে পারে? এটা নিশ্চয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা।

তিনি আরো বলেন, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাই সরকারের উচিত গুরুত্ব সহকারে বিষয়টি দেখা।

বাংলাদেশী শ্রমিকরা দ্য ভাইভকে জানিয়েছেন, তারা এখানে পাহাড়ি ঢাল মেরামতের কাজে নিয়োজিত, গত তিন মাস আগে তাদের নিয়োগকর্তা তাদের আগের নিরাপদ বাসস্থান থেকে হঠাৎ করে উচ্ছেদ করে রাস্তার পাশে ড্রেনের ওপর ত্রিপল টানিয়ে থাকতে বলে। তিন মাস আগে যেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল সেখানেও তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে আসছিলেন। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন থাকার কারণে তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করার পর তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর নতুন করে রাস্তার পাশে এ পরিবেশে থাকতে অস্বীকার করলে নিয়োগকর্তা তাদের আশ্বাস দেন যে, তাদের জন্য খুব শ্রীঘ্রই নতুন বাড়ি ভাড়া করা হচ্ছে। তারপর তিন মাস পেরিয়ে গেলেও ওই নিয়োগ কর্তা নানা অজুহাতে নতুন বাড়ি ভাড়া করার বিষয়টি এড়িয়ে গেছেন।

তারা বলেন, বিদেশী অসহায় সাধারণ শ্রমিক বিধায় নিয়োগকর্তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল