২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রবাসীদের আয় বাড়াতে কর্মসংস্থান সৃষ্টি করছে এসকেজে ড্রিমভ্যালি মালয়েশিয়া

প্রবাসীদের আয় বাড়াতে কর্মসংস্থান সৃষ্টি করছে এসকেজে ড্রিমভ্যালি মালয়েশিয়া - ছবি : নয়া দিগন্ত

করোনা মহামারীর কারণে মালয়েশিয়ার অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবাসীরা গণহারে তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পড়ে। অনেকেই অর্থনৈতিক ও সামাজিক দুর্দশায় পতিত হয়েছেন।

সরকার ও প্রবাসীরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পরিশ্রম করছে। এমনকি ১ম লকডাউনের সময় যেভাবে করোনা সংক্রমণ হয়েছিল, বর্তমানে সে তুলনায় সংক্রমণ বেড়েছে কয়েক গুণ! অর্থনীতি ক্ষতির আশঙ্কায় লকডাউন দিচ্ছে না সরকার। প্রবাসীদের বাড়তি আয়ের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি করছে এস কে জে ট্রেডাস এসডিএন বিএইচডি-এর সহযোগী প্রতিষ্ঠান ড্রিমভ্যালি শপিং।

প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারিত করে রাজধানী কুয়ালালামপুর থেকে মালাক্কা প্রদেশে সম্প্রসারিত করেছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ উপলক্ষে মালাক্কায় হোটেল সেন্ট্রাল রিভারভিউর বলরুমে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় কোম্পানির সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও মো: খোকন মিয়া।

বক্তব্যে তিনি বলেন, কর্মহীন প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থান নিশ্চিত করা ড্রিমভ্যালি কোম্পানির মূল লক্ষ্য। প্রবাসীরা ঘরে বসেই অন্য যে কোনো ব্যবসার বা চাকরির পাশাপাশি অনলাইনেও এই ব্যবসাটি করতে পারবেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাক্কার বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী রানা মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশী প্রবাসী ১৫-২০ বছর প্রবাসে থাকার পরেও বাংলাদেশের ফিরে গেলে কর্মসংস্থান নিশ্চিত হয় না ড্রিমভ্যালি শপিং ই-কমার্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশে ফিরে গেলেও তাদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং দেশে ফিরে গিয়েও ড্রিমভ্যালি শপিং কোম্পানির মাধ্যমে আয়ের সুযোগ পাবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন প্রদেশের উপদেষ্টাবৃন্দ, মালাক্কা থেকে লোকাল মালয়েশিয়ান নুর সেলিনা, সেলাংঘর প্রদেশ থেকে নুরুজ্জামান বাবু, জহুরবারু থেকে আব্দুল কাইয়ুম, কুয়ালালামপুর থেকে সাইফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন, মেহেদী হাছান, খন্দকার আমেদ, শহিদুল ইসলাম, ইকাবল হোসেন।

ড্রিমভ্যালি শপিংয়ে কাজ করে ইতোমধ্যে যারা সফলতা অর্জন করছেন তাদের টুইস্ট মেডেল এবং ল্যাপটপ উপহার দেয়া হয়। সেলিব্রেটি হিসেবে উপস্থিত ছিলেন - তাজুল ইসলাম, সোহেল, আব্দুর রহিম মোর্শেদ, সোহেল আহমেদ, নুরুল হোদা, নুর সেলিন ও রানা মাহমুদ।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল